ঝিনাইদহ সদর

ঝিনাইদহে জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও সচেতনার র‌্যালী

#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ

২৭/৭/২০১৯ তারিখে ব্রেড ফরদ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতা, কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ-সিডিপি‘র বাস্তবায়নে এবং ভিআরসি ও এনসিআরবি ঝিনাইদহ-এর যৌথ উদ্দ্যোগে স্থানীয় জলবায়ু ঝুঁকি হ্রাসে জনসাধারনকে সচেতন করা এবং এই দাবীর প্রতি জনসম্পৃক্ততা বাড়ানো লক্ষ্যে ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিডিপি কার্যালয় এসে শেষ হয়।

র‌্যালী শেষে ভিআরসি রাউতাইল গ্রামের সভাপতি শরিফুল ইসলাম, এনসিআরবি-ঝিনাইদহ কমিটির সহসভাপতি ও ইউ-এর পরিচালক শরিফা খাতুন, এনসিআরবি-র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমাদের স্থানীয় জলবায়ু ঝুঁকি মোবেলার দাবিতে (খরা, ব্রজপাত, ঝড়, অনবৃষ্টি ও অসময়ে বৃষ্টি এবং কুয়াশা)সহ ঝিনাইদহকে খরা প্রবণ একলাকা ঘোষণা করা, সকল জলাশয় ভরাট এবং লিজ না দেয়া ও দখল গুলোকে উদ্ধার করা, বৃষ্টি ও উপরীভাগের পানি যথাযথ ব্যবহার করা এবং পানি, বিদ্যুৎ ও জ্বালানী‘র ব্যবহারে হিসাবী হওয়া এবং উক্ত কার্য্যক্রম সকলকে এগিয়ে আসা ও কাজ করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button