টপ লিডমহেশপুর

ঢাকায় হত্যাচেষ্টায় আহত নারীর বাড়ী ঝিনাইদহে

#ঝিনাইদহের চোখঃ

রাজধানীর বিমানবন্দর থানা এলাকার পদ্মা অয়েল গেট থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার নারীর পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম হাসি বেগম (৩২)। বাড়ি ঝিনাইদহ জেলায়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে গলা কাটার ধরণ দেখে মনে হচ্ছে তাকে ‘হত্যার চেষ্টা’ করা হয়েছিল। সঠিক কারণ জানতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর থানা পুলিশ সূত্র জানিয়েছে, হাসি বেগমকে যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে জায়গা জনশূণ্য। তাই এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শীও খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মুক্তারুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাসি বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শনিবার ঢাকায় আসবেন।

তিনি বলেন, ‘আমরা তার মেয়ের সঙ্গে যোগাযোগ করে নাম ঠিকানা জানতে পেরেছি। তার পরিবার কখনো বলছে তিনি ঢাকায় চাকরি করতেন আবার কখনো বলছে তিনি বাসায় কাজ করতেন। এ কারণে তিনি ঢাকায় কী করতেন নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

মুক্তারুজ্জামান জানান, সম্প্রতি ‘ছেলেধরা’ সন্দেহে যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। এই নারীর শত্রু কারা বা কারো সঙ্গে বিরোধ আছে কী না, তাও জানা যাচ্ছে না। তবে সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এই ঘটনা অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে গলা কাটা অবস্থায় ওই নারীকে বিমানবন্দর থানা এলাকার পদ্মা অয়েল গেটের সামনে থেকে উদ্ধার করে পুলিশ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাইজিংবিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button