দুই মাদক কারবারি গ্রেফতার করলো ঝিনাইদহ র্যাব-৬

ঝিনাইদহের চোখ-
০৫ জুন ২০২২ তারিখ ২৪০০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার চৌগাছা থানাধীন বড়খানপুর দাসপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি যশোর জেলার চৌগাছা থানাধীন বড়খানপুর দাসপাড়া গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শ্রী রতন দাস(৩৫), পিতা- মৃত সন্তোষ, সাং- বড়খানপুর দাসপাড়া, ২। মো: শফিকুল সরদার(৩৭), পিতা- মো: রমজান সরদার, উভয় থানা- চৌগাছা, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিজ নিজ হেফাজত হতে ২.৫ কেজি গাঁজা, ০১টি মোবাইল ও ০২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।