টপ লিডহরিনাকুন্ডু

জমে উঠেছে হরিণাকুন্ডুর কোরবানির পশু হাট

#এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঈদুল আজহাকে সামনে রেখে হরিণাকুন্ডুর পশু-হাটে জমে উঠেছে বেচা কেনা । উপচে পড়ছে ক্রেতা বিক্রতা ।

বিক্রেতারা যেমনটি বলছে বাজার নরম তেমনটি ক্রেতারা বলছে হাটে আগুন । এর মাঝ থেকে সমঝতার ভিত্তিতে কেনা বেচা চলছে ।

আজ শুক্রবার হরিণাকুন্ডু হাটে সর্বোচ্চ গরু বেচাকেনা হচ্ছে ২,৫০,০০০/- সর্বনিম্ন ৪৫,০০০/- টাকা এবং ছাগল সর্বোচ্চ্য বেচাকেনা হচ্ছে ৪০,০০০/- টাকা সর্বনিম্ন ৮,০০০/- টাকা । ক্রেতাদের মুখে হাসি নেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button