শৈলকুপা ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে প্রস্তুতিসভা
#ঝিনাইদহের চোখঃ
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ৩ আগস্ট শনিবার বিকালে ঢাকার মিরপুর-১ এ প্রাইম ইউনিভার্সিটি মিলনায়তনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
লিয়াজো কমিটির আহবায়ক পরিকল্পনা কমিশনের সাবেক উপ-প্রধান মোঃ শামসুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।
এ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক জেড এ ওয়াহেদ, ব্যবসায়ী গোলাম কুদ্দুস, জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ সাহা, ডি আই জি শাহাবুদ্দিন খান, ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন, প্রকাশক ও লেখক মোহাম্মদ আলী, জাতীয় জাদুঘর এর সাবেক পরিচালক ড. মোঃ আলমগীর, সাবেক ছাত্রনেতা মুস্তাফা রুহুল আমিন চাঁদ, শৈলকুপা পৌরসভার সাবেক কমিশনার এটিএম শহিদুল ইসলাম বাবু, প্রাইম ইউনিভার্সিটির সহকারী রেজিস্টার মিজানুর রহমান লিটন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বাবলু, আমিনুল করিম লাল, মনজের আলী, মনিরুল ইসলাম হিটু, এ্যাড হুমায়ন বাবর ফিরোজ, রেজাউল করিম, মোঃ মাইনুল কাদির খুররম, মোঃ আব্দুল মালেক, ব্যবসায়ী মোঃ মুক্তাগীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীরাজ মাহমুদ, সাবেক ভিপি এস এম মিজানুর রহমান।
সাংবাদিক মনিরুজ্জামান মিয়া, আলমগীর অরণ্য, আকতারুজ্জামান কাজল, মোঃ আল মেহেদী, দেলোয়ার হোসেন দিপু, মাসুম বিল্লাহ, ফিরোজ আল মামুন, আবু শাহীন, কৌশিক আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান, সাদিয়া আফরিন প্রমুখ।
আগামী ১৪ আগস্ট শৈলকুপা কলেজ প্রাঙ্গনে সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কমিটি গঠিত হবে। আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ এ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে জমকালো আয়োজন হতে যাচ্ছে।