হরিণাকুণ্ডুতে ডেঙ্গূ প্রতিরোধে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প
#এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে বুধবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৪ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে ডেঙ্গূ প্রতিরোধে প্রতিশোধক হিসাবে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন মেডিকেল ক্যাম্পের আয়োজক বাংলাদেশ মানবাধিকার কমিশন হরিণাকুণ্ডু শাখাার সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ মসলেম উদ্দীন ।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিস্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এম এ মজিদ , বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিস্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ ।
এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ খোদা বখস্ , মহিলা কলেজ অধ্যক্ষ আলহাজ্জ মোঃ মোক্তার আলী৷, বাংলাদেশ আহলে হাদীস এর হরিণাকুণ্ডু সভাপতি আ ন ম বজলুর রহমান , মেডিকেল ক্যাম্পের সর্ণপদক প্রাপ্ত ডাঃ মোঃ নজরুল ইসলাম , পূজা উদযাপন কমিটির উপজেলা সধারণ সম্পাদক বিস্বনাথ সাধুখা , হাফেজ মোঃ খলিলুর রহমান , ডাঃ নিশিদ কুমার রায় , বিশিষ্ট শিক্ষাঅনুরগী মোঃ মকবুল হোসেন , শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী , প্রায়নাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ মাহাবুব মোরশেদ শাহীন । বৃষ্টি সহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূরদূরন্ত থেকে শত শত নারী পূরুষ ক্যাম্পে সাদিয়া হোমিও হেল্থকেয়ারের ডাঃ নজরুল ইসলামের কাছে চিকিৎসা নেয় ।