শৈলকুপায় দুর্বৃত্তের আগুনে মুদি দোকান পুড়ে ছাই!

#টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তের দেওয়া আগুনে জামাল শেখ নামে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক স্কুলের সামনে অবস্থিত দোকানে এঘটনা ঘটে। আগুনে নগদ ৫ হাজার টাকাসহ ১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী।
এঘটনায় ভুক্তভোগী জামাল শেখ কান্নাজড়িত কন্ঠে জানান, একমাত্র আয়ের পথ মুদি দোকান ব্যবসার মাধ্যমে আমার পরিবার চলতো। সন্ধ্যার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত আনুমানিক ৯টার সময় শুনতে পারি আমার দোকানে আগুন লেগেছে। তবে আমি বলতে পারি এ আগুন এমনিতে লাগেনি, বরং কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুদি দোকানে আগুন লাগার ঘটনা আমি শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগ অনুসারে তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।