চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
#ঝিনাইদহের চোখঃ
চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তের ভারতীয় অংশে নাজিম উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীমান্ত এলাকার মাঠে কাজ করার সময় কৃষকরা ওই মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
নিহত নাজিম উদ্দিন সদর উপজেলার আকন্দবাড়িয়া গাং পাড়ার তারু মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ-৫৮ বিজিবির কার্যালয় থেকে এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।
জানানো হয়েছে, গেল রাতে নাজিম উদ্দিনসহ তিনজন সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলার বরাবর অনুপ্রবেশ করে ফেনসিডিল আনতে গিয়েছিল। দুইজন ফেরত আসলে একজন গুলিতে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সীমান্তের প্রচলিত আইনে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত তিনটার দিকে সীমান্তবর্তী ৭৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতের পোঁতা ক্যাম্পের এক নম্বর গেট এলাকায় বিএসএফের গুলিতে নাজিম নিহত হন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ৫৮ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিস্তারিত এখনই বলতে পারছি না।