মহেশপুর
ঝিনাইদহে নেতার স্ত্রীকে বেধড়ক মারপিট
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতার স্ত্রী শিরানা বেগম (৪০)কে বেধড়ক ভাবে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে মহেশপুর পৌর এলাকার থানা পাড়াতে। বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
অাহত শিরানা বেগম জানান, জেলার মহেশপুর উপজেলার থানা পাড়াতে মুদি দোকানদার আব্দুল কাদেরের কাছে প্রয়োজনীয় সামগ্রী কিনতে যাওয়ার সময় বাক-বিতন্ড হয়।
একপর্যায়ে দোকানদার কাদের ও তার স্ত্রী কাকলী এবং ছেলে জনি তার স্বামী পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর কবিরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে।
এ সময় শিরানা প্রতিবাদ করলে তারা তিনজন তাকে ধরে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। এ সময় খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।