ডাকবাংলায় নিউ এ্যাপেক্স কোচিং এন্ড ইংলিশ প্রাইভেট সেন্টারে মতবিনিময় সভা
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের ডাকবাংলা বাজারে নিউ এ্যাপেক্স কোচিং এন্ড ইংলিশ প্রাইভেট সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ নংদৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব বিবেকানন্দ তরফদার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঃরউফ ডিগ্রি কলেজের প্রভাষক জনাব শাহানুর আলম, পেশকার সুব্রত ঘোষ, ক্রীড়া শিক্ষক মোত্তাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচিং এর উপদেষ্টা অরুণ কুমার কর্মকার।
সভার সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মিঠুন কুমার কর্মকার।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কোচিং সেন্টারের গুরুত্ব রয়েছে তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই মান সম্মত হতে হবে। এখানে ছাত্রদেরকে নিবিড় তত্ত্বাবধানে পরীক্ষা মুখি করে গড়ে তুলতে হবে। কোন ধরনের গল্প গুজবের মাধ্যমে সময় নষ্ট করা যাবেনা। কলেজ টাইম বাদ দিয়ে কোচিং করার নির্দেশনা দেন প্রধান অতিথি।
এছাড়াও বিভিন্ন পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনের উপর লেখা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।