পাঠকের কথা

বাল্য বিবাহ! অতঃপর– কামরুজ্জামান লিটু

#ঝিনাইদহের চোখঃ

নিলা নামের মেয়েটি —
পৃথিবীর মায়া ত্যাগ করে আজ চলে গেছে দূরে-বহুদূরে,
মা,বাবা, আত্মীয় পরিজনের স্নেহমাখা পরশ ছাড়িয়ে।
ছিল একদিন চঞ্চল,উচ্ছল,দূরন্ত – মা,বাবার আদরে
হাসি আনন্দ ছিল হৈ হুল্লা আর ছুটাছুটিতে ,
মাঠে,ঘাটে, প্রান্তরে ঘুরে বেড়াতো – স্কুল ছুটির ফাঁকে।
লেখাপড়ায় ছিল সবার চেয়ে এগিয়ে ;
কবিতা আবৃতি আর গানে জুড়ি ছিলনা তার,
চঞ্চলতায় সপ্তম শ্রেণির ছাত্রীটি রাখতো সবাইকে মাতিয়ে।
দুই মাস পরেই ; সময় তার বার্ষিক পরীক্ষায় বসার,
আরতো বেশী নেই সময় – ভালো ফল করতে হবে এবার।
প্রতিনিয়ত স্কুলে যাওয়া, বাড়ি ফিরে পড়ালেখা,
খেলার সময় নেইতো তার। ঘুম খাওয়ায় আড়ি দিয়ে, সর্বদায় থাকে পড়ার টেবিলে।

হঠাৎ , একদিন স্কুল শেষে বাড়ি ফিরে দেখে
আঙিনায়, অচেনা কিছু লোক বসে আছে হাতল দেয়া চেয়ারে।
বুকের মাঝে ধুক ধুকানি অবিরাম চলে ;
সন্দেহ তার মনে জাগে “কেন তারা আমার দিকে চায় ফিরে ফিরে ! ”
মায়ে ডাকে, বাবা ডাকে, মা রে ঘরে আয় ;
ছেলে পক্ষ দেখবে তোকে – বিবাহের প্রস্তাব করেছে
তারা, তাদের বাড়ির বড় বউ হিসেবে তোরে পেতে চায়,
দেরি তারা করবে না আর আগামী শুক্রবার পড়েছে দিন , পড়ালেখার আর নেই কোন দরকার।

নিলা, তখন কাঁদতে কাঁদতে বলে মা,বাবাকে ;
“আমার বয়স কেবল বারো, মা গো পড়ালেখা করে উচ্চ শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই,
তার পরে বিবাহ করবো সিদ্ধান্ত এটাই। ”
মা,বাবা মানলো না তা ; বিবাহ তার ঐ দিনেই দিতে চায়।
নিলা, তখন স্কুলে গিয়ে শিক্ষকদেরকে জানায়, সকল শিক্ষক বাড়ি গিয়ে মেয়েটির মা,বাবাকে বুঝায় ; তবু তাতে কাজ হলো না –
জোর করেই বিবাহ তার হলো নির্ধারিত সময়।
শশুর বাড়ীর বড় বউ, দায়িত্ব তার অনেক বেশী,
শশুর,শাশুড়ী, দেবর,ননদ আর পাড়া-প্রতিবেশী
সবাই তাকে ভালোবাসে অবহেলা কারো নয়।
স্বামী তার চাকুরীজীবি রোজ অফিস করে
বাড়ি ফেরে নির্দিষ্ট সময়। এইভাবে কিছুদিন কাটে,
হঠাৎ , গর্ভে সন্তান জন্ম নেয়, দিনে দিনে নিলা, ভোগে পুষ্টি আর রক্ত শুন্যতায়!
ডাক্তার বললেন, ” অপ্রাপ্ত বয়সে বিবাহ হয়েছে, ঝুঁকি বেড়েছে সন্তান ভূমিষ্টতায় ; ‘ শিশুর গর্ভে শিশু বাড়ছে ‘ জানিনা কি হবে পরিনাম! ”
তারপর একদিন……

প্রসব বেদনায় অসহনীয় যন্রনায় সমস্ত শরীর অবশ প্রায়, হাসপাতালের বেডে শুয়ে কান্নায় বাঁচার আকুতি জানায় ; তবু সন্তান প্রসবের ব্যর্থ প্রয়াসে পৃথিবীর সকল মায়া ত্যাগে চলে যায় দূরে, বহু দূর সীমানায় !
নিলা নামের মেয়েটি আজ আমাদের মাঝে নেই !
তবু স্মৃতিগুলো তার স্মৃতি হয়েই হৃদয়মাঝে দোলা দিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button