শৈলকুপা
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত এক
সাদ্দাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক ফজলু বিশ্বাস শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।
শৈলকুপার ওসি বজলুর রহমান জানান, সকালে নসিমন নিয়ে বাড়ী থেকে ভাটই বাজারে যাচ্ছিলেন উপজেলার কুলচারা গ্রামের ফজলু বিশ্বাস। পথে ভাইট বাজারে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে নসিমনের মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ফজলু বিশ্বাস গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছে ট্রাক ও ট্রাকের চালক।