শৈলকুপা
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে পুকুরের পানিতে ডুবে রোহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু রোহান। এক পর্যায়ের পাশের পুকুরে নামলে সে ডুবে যায়। অনেক খোজাখুজির পর পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।