শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় সাদিক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিশু সাদিক রাস্তার পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো।
এসময় শেখপাড়া থেকে বেকার বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ইজিবাইক রামচন্দ্রপুর পুর্লিশ ফাঁড়ির কাছে পৌছলে শিশু সাদিক দৌড়ে এসে ধাক্কা খেয়ে চাকার নিচে পিষ্ট হয়। স্থানীয় তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে ইজিবাইকটিকে স্থানীয় জনগন আটক করে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে জমা দিলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালকের বাড়ী ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে বলে জানা গেছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।