শৈলকুপা

ঝিনাইদহে সাংবাদিককে হত্যার হুমকি

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ৭১ টেলিভিশনের শৈলকুপা উপজেলা সংবাদদাতা ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মনিরুজ্জামান সুমনকে মোবাইল ফোন থেকে হত্যার হুমকি দিয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-২৬৫, তাং-০৬/১০/১৯ ইং।

জিডি সূত্রে জানা যায়, ৫ অক্টোবর শনিবার বিকাল ৪.৫৭ মিনিটের সময় শৈলকুপা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমনের ব্যবহৃত ০১৭৯৮১৩৫৩৩০ মোবাইল ফোনে ০১৭৭৯৫০৪৪০৩ নম্বর থেকে হত্যা করাসহ বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে এসএমএস পাঠানো হয়েছে।

এসএমএস’এ উল্লেখ করা হয়, “তোর সময় শেষ, তুই যেখানে যাচ্ছিস সেখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না, আমি তোর চার পাশে ছায়ার মতো লেগে আছি, তোর এমন অবস্থা করবো” এছাড়াও সাংবাদিক সুমনের ব্যাক্তিগত ও পারিবারিক অশালীন কটুক্তি করে বিভিন্ন হুমকি দিয়ে এসএমএসটি পাঠানো হয়েছে। এরপর থেকেই হুমকি দাতার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

সাংবাদিক মনিরুজ্জামান সুমন জানান, সে ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছে। যে কারনে নিরাপত্তার স্বার্থে সে থানায় জিডি করেছে। প্রশাসনের কাছে তার দাবী অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে হুমকি দাতাকে খুঁজে বের করে শাস্তি প্রদান করা হোক।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানিয়েছেন, সাংবাদিক মনিরুজ্জামান সুমনকে হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে। তদন্ত চলমান রয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যেই হুমকি দাতাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button