ইবিতে পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু
অনি আতিকুর রহমান, ইবি প্রতিনিধি, ঝিনাইদহের চোখঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) ও প্রেসক্লাবের সহযোগিতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর চতুর্থ তলায় এ কর্মশালা শুরু হয়।
ইবিসাসের সভাপতি ইমরান শুভ্র’র সভাপতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
ইবি প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপূন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সংবাদ মানব উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্য তিনটি স্তম্ভ ব্যর্থ হলে, চতুর্থ স্তম্ভ (সংবাদমাধ্যম) রাষ্ট্রকে রক্ষা করে। তাই যোগ্য সংবাদকর্মী তৈরীতে এধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, কর্মশালায় ইবিতে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ১৭ অক্টোবর শেষ হবে।