ক্যাম্পাসমাঠে-ময়দানে

কেসি কলেজ আন্তঃবিভাগ ফুটবলের ২য় রাউন্ডে ইসলামের ইতিহাস ও বাংলা বিভাগ

এলিস হক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ৬ষ্ঠ দিনের প্রথম রাউন্ডের শেষ খেলায় ইসলামের ইতিহাস ও বাংলা বিভাগ দল তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

আজ রবিবার ২৭শে অক্টোবর দুপুর সোয়া ২টায় ঝিনাইদহ সরকারি বালক স্কুল মাঠে অনুষ্ঠিত নক আউট পর্বের সপ্তম খেলায় ইসলামের ইতিহাস বিভাগ ১-০ গোলে উচ্চ মাধ্যমিক বিভাগকে পরাজিত করেছে।

খেলার প্রথমার্ধে ইসলামের ইতিহাস বিভাগের ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় রিমন মন্ডল জয়সূচক গোলটি করেন।

ইসলামের ইতিহাস : গোলকিপার রিদয় মিয়া, জাকিরুল ২, শিমুল মিয়া ৩, জাহিদুল ৪, জুয়েল রানা ৬, ইমরান ৭, মিরাজুল (অধিনায়ক) ৮ (শাওন ৯), মাসুম ১০, শামীম ১১ (নাহিদ ১৫), সুমন ১২ ও রিমন মন্ডল ১৩।

উচ্চ মাধ্যমিক বিভাগ : গোলকিপার ফাহিম, সাকিব সাদমান ৩, সাদিকুর ৪ (তানজিল ২১), ফাহিম ৫, মাশরাফি বিন অন্তু ৬, আবদুল্লাহ বিশ্বাস ৭, সাব্বির ৯ রফিকুল ১০, রেজওয়ান ১১, ফরহাদ জাহাঙ্গীর (অধিনায়ক) ১২ ও রিকুল ২২।

রেফারী : রবিউল ইসলাম। সহকারী রেফারী : জামাল হোসেন মোল্লা ও শাহানুর রহমান বিশ্বাস সাগর। ৪র্থ সহকারী রেফারী : শাহ মোহাম্মদ আবদুল্লাহ।

দিনের অপর অষ্টম খেলায় বিকাল ৪টায় বাংলা বিভাগ দল ২-১ গোলে উদ্ভিদ বিভাগ দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রথমে বাংলা বিভাগ দল গোল খেয়েও চুপ করে থাকেনি। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম নিয়ে শুরু করে। এক পর্যায়ে বাংলা বিভাগের সকল খেলোয়াড়েরা প্রতিপক্ষের সীমানায় গিয়ে একের পর এক আক্রমণ রচনা করে। ফলে তারা গোলও পেয়ে যায়।

খেলায় প্রথমার্ধের ৩ মিনিটে উদ্ভিদ বিজ্ঞান দলের পক্ষে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ দলকে এগিয়ে নেন (১-০)। বিরতির পর বাংলা বিভাগ দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহাঙ্গীর গোল করে খেলায় সমতা আনেন (১-১)। কারিয়া ১টি গোল দেন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে বিজয়ী দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় আলামিন জয়সূচক গোলটি করেন (২-১)। এরপরে কোনোপক্ষই আর গোল করতে পারেন না।

বাংলা বিভাগ : গোলকিপার আসাদুজ্জামান, হাসমত ২, রুহুল আমিন ৫, নাজমুল ৬, আবু সুমন (অধিনায়ক) ৭ (রবিউল ১৫), স্মরন ৮, আলামিন ৯, জাহাঙ্গীর ১০, রিয়াজ ১১ (পারভেজ ৩), মিজান ১২ ও রুহুল ১৪।

উদ্ভিদ বিজ্ঞান : গোলকিপার জসিম (রাজিব), রাশেদ ৩, তুহিন ৪, রাকিবুল ৫, নয়ন ৬, সুজয় ৭, শহিদুল ৮, আলামিন ৯, আকাশ ১০ (অধিনায়ক), সজল ১১ ও খালিদ ১২।

রেফারী : জামাল হোসেন মোল্লা। সহকারী রেফারী : রবিউল ইসলাম ও শাহ মোহাম্মদ আবদুল্লাহ। ৪র্থ সহকারী রেফারী : শাহানুর রহমান বিশ্বাস সাগর।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪শে অক্টোবর হতে ১৬টি বিভাগ নিয়ে নক আউট ভিত্তিক পর্বের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার খেলা শুরু হয়। বিভাগগুলো হলো-

হিসাববিজ্ঞান, দর্শন, ব্যবস্থাপনা, ইংরেজি, অর্থনীতি, রসায়ন, ডিগ্রী, ইতিহাস, প্রাণিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, ইসলামের ইতিহাস, এইচএসসি, বাংলা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।

মাঠে ফুটবল খেলার উপর চলতি ধারাবিবরণী দেন এলিস হক।

আগামীকাল সোমবার ২৮.১০.১৯ তাং ২টি কোয়ার্টার ফাইনাল খেলা হবে : দর্শন বিভাগ বনাম ইংরেজি বিভাগ (দুপুর ২টা) এবং অর্থনীতি বিভাগ বনাম ডিগ্রী বিভাগ (বিকাল ৩টা)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button