হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ ও আত্নহত্যা প্রতিরোধে প্রশিক্ষণ

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ৫ম দিনে প্রশিক্ষনার্থীদের বাল্যবিবাহ ও আত্নহত্যা রোধে করণীয় এবং সচেতনতা মূলক প্রশিক্ষণ দিলেন ।

https://www.youtube.com/watch?v=5oKX_V40QIs

উপজেলা মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলাদের বাল্যবিবাহ ও আত্নহত্যা প্রতিরোধে আত্নকর্ম সংস্থান মূলক প্রশিক্ষণে ব্লকবাটিং এ ফৌজিয়া হক জুই এবং প্যাকেটিং এর উপর প্রশিক্ষণ দেন রাজু আহম্মেদ ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , জাইকা প্রকল্প সমন্ময়কারী কামরুন্নাহার। উল্লখ্য গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে মহিলাদের কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন ।

প্রশিক্ষণে বাল্যবিবাহের স্বীকার , স্বামী পরিত্যক্তা , বিধবা , উদ্যক্তা হতে ইচ্ছুক এরকম ৩০ জন মহিলা অংশগ্রহণ করছে । সহযোগিতায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যশনাল কোঅপারেশন (জাইকা) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button