শৈলকুপায় জাতীয় সমবায় দিবস পালিত
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিউল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু আরিফ রেজা, হাবিবুর রহমান, মির নওশের আলী।
বক্তারা, বঙ্গবন্ধুর আদর্শ ও সমবায় ভাবনাকে পাথেয় করে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে সকলের প্রতি আহŸান জানান।