শৈলকুপায় বিষ দিয়ে মুরগী নিধন, কতো নিচে নামবো আমরা?

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিষ প্রয়োগ করে ৩০টি দেশী প্রজাতীর মুরগী নিধনের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তি হলো সাহাবাড়িয়া গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে মুকুল মন্ডল। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের সাহাবাড়িয়া গ্রামে।
জানা যায়, শনিবার সকালে সাহাবাড়িয়া গ্রামের মুকুল মন্ডল তার আম, লিচু ও ঘাসের জমিতে চাউলের সাথে বিষ মিশিয়ে ছিটিয়ে দেয়। পরে শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ওই গ্রামের প্রায় ৩০টি মুরগী সে চাউল খেয়ে মারা যায়।
সাহাবাড়িয়া গ্রামের শহিদুল জানান, মুরগী নিধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘাসের জমিতে চাউলের সাথে বিষ মিশিয়ে প্রতিবেশী ফিরোজ মন্ডলের ছেলে মুকুল তার ৬টি মুরগী মেরে ফেলেছে। এছাড়াও বিল্লালের ৪টি, লালনের ৪টি, সোহেলের ৩টি ও মুলাম মন্ডলের ৩টি মুরগীসহ প্রায় ৩০টি মুরগি মারা গেছে।
অভিযুক্ত মুকুল জানান, তিনি প্রতিনিয়তই তার গাছে ও ঘাসের জমিতে পোকা-মাকড় ও রোগ মুক্ত করার জন্য বিষ স্প্রে করতেন। তিনি আরো জানায় প্রতিবার বিষ প্রয়োগের আগে প্রতিবেশীদের শতর্ক করেন। এবার তিনি করেননি। তবে চাউলে বিষ মিশিয়ে মুরগী নিধনের অভিযোগ তিনি কৌশলে এড়িয়ে যান।