শৈলকুপা
শৈলকুপায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে ডুবে তাইমুম জোর্য়াদার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে।
জানা যায়, মনোহরপুর গ্রামের বাবু জোর্য়াদারের ছেলে ৩০ মাস বয়সী তাইমুম খেলতে খেলতে বাড়ির পাশের কুমার নদে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোজাখুজি করে না পেয়ে পরে কুমার নদে ভেসে থাকতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে মৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।