ইবিতে ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ে বিতর্ক
অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ
‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার যথেষ্ট ভ‚মিকা পালন করেছে’ শিরোনামে বারোয়ারি বিতর্কের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল কর্তৃপক্ষ। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে হলের টিভি রুমে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
জানা যায়, হলের আবাসিক ছাত্রীরা এই বিতর্কে অংশগ্রহণ করেন। তার্কিকরা হলেনÑ শেখ ফারহা, রাশিদা আক্তারী, শাম্মী আক্তার জামিয়াহ, ইয়াসমিন, ফারহানা আফরিন অন্তি, খাদিজাতুল কোবরা, বিথী আকতার, নিশমা নাইনা, ফাতেমাতুজ্জোহরা, হায়াতে জান্নাত, লতিফা খাতুন, মাছুমা আক্তার, সাজেদা আক্তার জলি ও মারিয়া সুলতানা।
বিতর্ক অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহবুবা সিদ্দিকা।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেনÑ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ জাহিদ, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শিরীনা খাতুন বিথী প্রমুখ।
বিতর্কে তার্কিকরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষিতে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের ভ‚মিকা যথেষ্ট কিনা তার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী বিতর্ক উপভোগ করেন।