তারুণ্য’র দুদিনব্যাপি ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ সম্পন্ন
অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠণ ‘তারুণ্য’র আয়োজন ও ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শুক্রবার টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সমাপ্তি হয়।
জানা যায়, রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া শাখার প্রশিক্ষক মেহেদী হাসান জয়, আবেদীন ও মণি একাধিক সেশনে দুদিনব্যাপি প্রাথমিক চিকিৎসার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তাঁরা সাপে কাটা, পানিতে ডোবা, আগুনে পোড়া ও কাটা-ছেড়াসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা হাতে কলমে প্রশিক্ষণ দেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
তারুণ্য’র সভাপতি শেখ রাইয়ান উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ তারুণ্য’র সদসরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।