শৈলকুপায় লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্বোধন
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্বোধন করেছে উপজেলা খাদ্য বিভাগ।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। উপজেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসান মিয়া, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত এলএসডি রাশেদ আল রিপন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, পৌর আ‘লীগ নেতা তৈয়বুর রহমান খান প্রমুখ। জানা যায়, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী লটারির মাধ্যমে বাছাই করা কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে প্রতিমণ ধান কেনা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লটারির মাধ্যমে কৃষকদের মনোনীত করা হয়েছে। এ প্রক্রিয়ায় অনিয়মের কোনো সুযোগ নেই। এ কারণে আশাকরি চলতি মৌসুমে কৃষকরা ধানের উপযুক্ত দাম পাবেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া জানান, চলতি আমন ক্রয় মৌসুমে উপজেলায় যাচাই বাচাই শেষে কৃষকের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ২৭‘শত ৭ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার কার্যক্রম চলবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৮ ফ্রেরুয়ারী ২০২০ সাল পর্যন্ত।