ইবিতে মহান বিজয় দিবস উদযাপন
অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ
নানা কর্মসূচির মধ্যদিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণে মিলিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, বিভাগ, হল, পরিষদ, ছাত্র-সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক হলসমূহের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।