শৈলকুপা
শৈলকুপায় চারটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায়
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালে্হ মোহাম্মদ হাসনাত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ষষ্টিবর এলাকায় বর্ষা ব্রিকসকে ৫লাখ, পৌর এলাকার চুন্টি ব্রিকসকে ৫ লাখ ও বিএন্ডসিও ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করে ভাটা ৩টির ড্রাম চিমনিগুলো গুড়িয়ে দেয়। এছাড়াও গাড়াগঞ্জ চন্ডিপুর শিলা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে। ৪টি ইটভাটায় সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ পন্থায় ভাটা পরিচালনা, নিয়ম বহির্ভূত ডাম/ব্রেল চিমনি দিয়ে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।