ঝিনাইদহ সদর

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

আরিফুল ইসলাম মিটুল, ঝিনাইদহের চোখঃ

,প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, বাংলাদেশ,এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস ২০২০।

রবিবার সকাল ১০ টাই স্থানীয় পায়রা চত্বরে  The Leprosy Mission International Bangladesh,
এর সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোর্টস এর আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ,ওয়েলফেয়ার ডিজিট কন্ট্রোল এর অফিসার ডাঃতালাত তাসমিম শুভ,ডাক্তার শারমিন নাহার,ঝিনাইদহ সদর হাসপাতালের ডাঃ নাইস সিদ্দিক, নবগঙ্গা স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,কুষ্ঠ একটি মৃদু -সংক্রমক রোগ।ছয় থেকে এক বছর নিয়মিত এম.ডি.টি চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button