শৈলকূপায় ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
মোঃ তুরজাউন, ঝিনাইদহের চোখঃ
শৈলকূপায় জিকে সেচ প্রকল্পের ওপর নির্মিত দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। আজ উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন সারুটিয়া ইউনিয়নবাসী।
অবসরপ্রাপ্ত শিক্ষক ইবাদত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা তোবারক হোসেন মোল্যা বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কয়েক মাস আগে এ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দু’পাশে লাল পতাকা ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সেতুটি
দ্রুত পুনর্নির্মাণ না হলে ভেঙে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।
কাতলাগাড়ী কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। সেতুটি পুনর্নির্মাণ না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন মকবুল হোসেন, রুহুল আমিন, খসরু পারভেজ, আনসার আলী, গোলাম মোস্তফা প্রমুখ।