শৈলকুপা

শৈলকুপায় জাতীয় বীমা দিবস পালিত

এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীমা অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া জীবন বীমা কর্পোরেশনের শৈলকুপা শাখা ইনচার্জ আজাদ হোসেন মিয়া, পপুলার লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ্ইনচার্জ ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স ইনচার্জ সহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা উন্নত দেশ গড়তে ও জান-মালের নিরাপত্তায় সকলকে বীমা করার আহŸান জানান। বক্তারা বলেন ১৯৬০ সালে বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্থান আমলে আলফা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডে ১মার্চ যোগদান করেছিলেন । তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রথমবার ১মার্চ কে জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষনা করেন । ফলে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালিত হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button