হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামে ফষলী জমি , বনায়ন হুমকীক মূখে ফেলে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস ।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বালিউত্তোলন মেশিন মালিক অনুপস্থিত থাকায় জেল জরিমানা দেওয়া সম্ভব না হলেও এসময় উত্তোলনতি বালি বহনকারী ট্রাক্টরলরি জব্দ করা হয় ।

এছাড়াও এলাকাবাসী জানান বারংবার বালি বোঝাই লরি চলাচলে জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তাটী চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী অবিলম্বে বালি উত্তোলনকারীদের আইনের আওতায় এনে শাশ্তির দাবী জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button