হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে সাতব্রীজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে আভিযান

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ জেলার উপজেলার সাতব্রীজ বাজারে পানি সম্পদ মন্ত্রনালয়ের নির্দেশে ঝিনাইদহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযানে ৫তলা ভবণের আংশিক সহ ১০৭ অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমাোন রয়েছে গত ৮ ফেব্রুয়ারী রবিবার কতৃপক্ষের বেধে দেওয়া সময় পার আহওয়ার পরও স্থাপনা মালিকরা স্থাপনা না সরালে সোমবার সকাল ৯টা থেকে ভবণগুলো ভাঙ্গা শুরু করলো জেলা প্রশাসকের কার্যালয় ও ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা৷, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস , জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহূ ম্যাজিষ্ট্রেট জিন্নাতুল ইসলাম , ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশুলী ফয়সাল আহম্মোদ ।

বিভিন্ন মাধ্যমে জানা যায় ১৩৬টি অবৈধ স্থাপনার তালিকা করা হলেও ১০৭টি উচ্ছেদ করা হয় এ প্রশ্নে কর্মকর্তারা বলেন পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button