ক্যাম্পাস

শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিতে ইবিতে দিনব্যাপী কর্মশালা

অনি আতিকুর রহমান, ইবি, ঝিনাইদহের চোখঃ

শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগের পাঁচজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। তিনি একুশ শতকে উচ্চ শিক্ষার উদ্দেশ্য, পরিকল্পনা, পদ্ধতি, চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

উপাচার্য বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে নিজের গুনগত মান নিশ্চিত করতে হবে। চাকরি পাওয়া যেন পড়াশুনার লক্ষ্য না হয়। লক্ষ্য হবে অন্যকে কাজ দেওয়া।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button