কালীগঞ্জ

মোচিকের ১৫ কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

মোবারকগঞ্জ চিনিকলের ১৫ কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত মিলের শ্রমিক-কর্মকর্তাদের এক বনভোজন অনুষ্ঠানে এই সংবর্ধনা জানানো হয়।

মোবারকগঞ্জ চিনিকলের দীর্ঘ চাকরী জীবনের সমাপ্তি হওয়ায় তাদের বিশেষ মর্যাদায় সংবর্ধিত করা হয়। বিদায়ী কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা হলেন, মিলের উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) মোঃ আব্দুল কাদের, এসএসিডিও মোঃ শরিফুল ইসলাম, সিআইসি মোঃ নাজিম উদ্দীন, মোঃ সিরাজ উদ্দীন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আনোয়ার আজাদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ ওবাইদুল ইসলাম, মোঃ মইনুদ্দিন মোল্যা, মোঃ নজরুল ইসলাম, ডেসপাস করনিক মোঃ আনছার আলী, পিসি মোঃ ছাব্দার আলী, মোঃ আব্দুল আলিম, সুলতান আহমেদ ও সিজি মোঃ রবিউল ইসলাম।

বনভোজন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিলের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার কবির, মহা-ব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, মহা-ব্যবস্থাপক (কারখানা) সালমান ফারসি, গ্যারেজ ইঞ্জিনিয়ার রাইসুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, ডিজিএম (সম্প্রাসরণ) মুন্সি মোঃ খলিল, সহ-ব্যবস্থাপক (হিসাব) নুরুল ফেরদৌস, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম রসুল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ ফিরোজ আহমেদ, সাংবাদিক টিপু সুলতান ও হাবিব ওসমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের হাতে ফুল, জায়নামাজ, টুপি ও তজবিসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button