ইবি’র বিদেশী শিক্ষার্থীদের করোনা সচেতনতায় সেমিনার আয়োজন
অনি আতিকুর রহমান, ইবি, ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ‘করোনা সচেতনতামূলক’ সেমিনারের আয়োজন করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকালে প্রশাসন ভবনের সভাকক্ষে এটি আয়োজন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, চিফ মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলামসহ হলের আবাসিক শিক্ষক ও বিদেশী শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
সেমিনারে উপাচার্য বলেন, ‘চীনে ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রতিকার শুরু হয়েছে। আশা করি খুব দ্রæত বাংলাদেশেও এর প্রতিকার করা সম্ভব হবে।’ এসময় তিনি ইবি ক্যাম্পাসে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের যেকোন ধরণের সহযোগিতার আশ্বাস দেন।