মহেশপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার খালিশপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের এডি সুচন্দন পাল ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালক সুচন্দন পাল বলেন, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অতিরিক্ত দামে চাউল বিক্রি করার অপরাধে আশাদুল ইসলামকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তণী ওষূধ রাখায় অপরাধে মডার্ন ফার্মেসীকে ২০ হাজার টাকা,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী অর্থদÐ দেওয়া হয়েছে। এ সময় বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
তিনি বলেন, বাজারে পর্যাপ্ত চাল মজুদ আছে। সবাইকে ন্যায্য মূল্যে ক্রয়/বিক্রয় করার অনুরোধ করেছি। অধিক চাল/পণ্য ক্রয় করে মজুদ না করতে অনুরোধ করা হয়েছে সবাইকে। সব ব্যবসায়ীকে প্রকাশ্য স্থানে সঠিক মূল্য তালিকা টাঙিয়ে রাখতে বলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর শুনে আগেই অনেক দোকানদার দোকান বন্ধ করে পালিয়েছেন বলেও জানান তিনি।