ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ
এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের উদ্যোগে ৫’শ দরিদ্র মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
৫নং কাঁচেরকোল ইউনিয়নের মধুদহ আদিবাসী পল্লী ,জেলেপল্লী ও ঋষি স¤প্রদায়ের অসহায়, দরিদ্র দিনমুজুরদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
৫ নং কাঁচেরকোল মির্জাপুর মিয়া বাড়ীর আসাদুজ্জামান সেলিম , বাবু ,মনা কাকা ও মনোহরপুর গ্রামের প্রয়াত শিল্পপতি মিঞা আব্দুর রশিদের কন্যা লন্ডন প্রবাসী জাহানারা আক্তার রহমানের সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশের নেতৃত্বে এসময় ডিবিসির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান মিল্টন,সাপ্তাহিক ডাকুয়া সম্পাদক শামিম বীন সাত্তার, বার্তা সম্পাদক তুহিন জোয়ার্দার , নয়াদিগন্ত ও লোকসমাজ প্রতিনিধি মফিজুর রহমান,সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, সোনালী খবর প্রতিনিধি আবদুল মান্নান , ঢাকার ডাক প্রতিনিধি এএসএম আলিমুজ্জামান,বিবিসি বাংলা টিভি প্রতিনিধি বকুল হোসেন,বাংলালাইভের স্টাফ রিপোটার রামিম হাসান, খবর পত্র প্রতিনিধি চঞ্চল মাহমুদ ও আজমত মিশু সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।