শৈলকুপা

১০ মাস পর শৈলকুপায় প্রতিবন্ধি ধর্ষন মামলার আসামী হৃদয় গ্রেফতার

ঝিনাইদহের চোখঃ

দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার যাদবপুর গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষন মামলারফেরারী আসামী হৃদয় হোসেন ওরফে রাব্বুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয়হোসেন ওই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার রামচন্দ্রপুরপুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই রাসেল গোপন সুত্রে খবর পেয়ে আসামীরবাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষন মামলা দায়েরের পর তেকে হৃদয় হোসেন পলাতক ছিল।জানা গেছে, গত বছরের ৩১ মে যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধি যুবতী কুমারনদীতে কাপড় কাচতে গেলে হৃদয় হোসেন তাকে ধর্ষন করে।

একই বছরের পহেলা জুন এঘটনায় ধর্ষিতার বড় ভাই ইনছান আলী বাদী হয়ে শৈলকুপা থানা একটি মামলা করেন।মামলার পরও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে ব্যার্থ হয়।

অবশেষে গত ১৫ মার্চ ঝিনইদহনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামী গ্রেফতারের জন্য পরোয়ানা জারী করেন। আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ ধর্ষক হৃদয়কে গ্রেফতার অভিযান শুরু করে।বুধবার শৈলকুপা থানা পুলিশ আসামী হৃদয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button