ঝিনাইদহ সদর

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বিতরন কার্যক্রমের সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রাশিদুর রহমান (রাসেল), মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি আফিসার মুহাঃ মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রোকনুজ্জামান ও মুহাম্মদ জুনাইদ হাবীব প্রমুখ।

 

চলতি মৌসুমে উপজেলার মোট ১৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাধ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার এবং ১৫ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্বের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে বিতরন কার্যক্রম চলবে।

কৃষি অফিস সূত্রে জানা জানা গেছে আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে পটাশ সার পাবে এবং ৫ শতক জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কৃষকরা ২০০ গ্রাম উন্নত জাতের পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার ছাড়াও পলিথিন বাবদ ৫৫০ টাকা সহায়তা পাবেন।

উপজেলা কৃষি অফিসার মুহাঃ মোফাকখারুল ইসলাম জানান বিতরনকৃত সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা গন কৃষকদের পাশে থেকে সব ধরণের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন। তিনি আশা প্রকাশ করেন মাঠ পর্যায়ে এসব প্রনোদনা বাস্তবায়িত হলে তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button