শৈলকুপায় দরিদ্রদের বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার আহবান জানিয়ে হত দরিদ্রদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর নিজস্ব খাদ্য সামগ্রী বিতরণ করেন ২-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর সেনানিবাসের পিএসসি অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন।
সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপার বেনিপুর আদিবাসী পল্লী, ত্রিবেনী ঋষি সম্প্রদায় ও রামচন্দ্রপুর গ্রামের হত দরিদ্রদের বাড়ীতে যেয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য তালিকায় ছিলো, চাল, ডাল, আটা, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
লেঃ কর্নেল নাসির উদ্দিন জানান, গোপনে খোজ খবর নিয়ে হত দরিদ্রদের তালিকা তৈরী করা হয়েছে। প্রথমধাপে শৈলকুপার ৩টি গ্রামে হত দরিদ্র দেড় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। শৈলকুপাসহ জেলার বাকি উপজেলাতেও তালিকা করে দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দেয়া হবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান জহুরুল হক খানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।