শৈলকুপায় কুয়েত প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ
কোভিট-১৯ ভাইরাসের প্রভাবে কাজহীন হয়ে পড়া ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় ৪০০ জন দুস্থ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন কুয়েত প্রবাসী আবু সাঈদ অপু।
২৪ এপ্রিল দুপুর ১২ টায় তার কবিরপুরের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারী করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দু’বেলা খাবার তুলে দিতেই এই আয়োজন। সামাজিক দূরত্ব বজায় রেখে এই সকল খাদ্য সামগ্রী সকলের হাতে তুলে দেন তিনি। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার তেল দেয়া হয়।
করোনার আঘাতে সারা বিশ্বই এখন লন্ডভন্ড ও লকডাউনে আটকা।
মানুষের অভাব অনটন বেড়েই চলেছে। সেই মুহুর্তে সামান্য সহযোগিতাই অনেক বেশি মনে হবে। ঠিক সেই উপলব্ধি মনে রেখে আমি কিছু পরিবারের মাঝে খাবার সামগ্রী দিতে পেরে আনন্দিত, জানালেন কুয়েত প্রবাসী আবু সাঈদ অপু। তিনি আরও জানান, আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আমার চেয়ে আমার মা বেশি খুশি হযেছেন, এতেই আমি ধন্য।