জানা-অজানাটপ লিডমহেশপুর
মহেশপুরে বোরো ধানের বাম্পার ফলন/কৃষক-কৃষাণীরা ভালো ফলনে খুশি
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে বরো ধান গোছাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণী, ভালো ফলনে খুশি তারা।
এ বছর মহেশপুর উপজেলায় ১৭৪৮৫ হেক্টর জমিতে বরো ধানের চাষ হয়েছে। বরো ধান গোছানো শেষ হলে আবার ব্যস্ততা শুরু হবে আমন ধান লাগানোর। তাই কৃষকরাও সময়টাকে কাজে লাগাতে চান। এবছর পরিবেশ অনুকূল ও ধান ক্ষেতে পোকা মাকড়ের আক্রমন কম থাকায় ধানের ফলনও ভালো হয়েছে। মাটির উর্বরতা কমে যাওয়া, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে কৃষকরা আউশ চাষে খুব একটা গুরুত্ব দেন না। মহেশপুরের কৃষক নাজমুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, এবছর বরো ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, এ উপজেলায় প্রায় ৫০% ধান কাটা হয়েছে। এ বছর আশানরুপ ফলন হয়েছে। হেক্টর প্রতি ৬থেকে সাড়ে ৭ মেট্রিক টন ফলন হচ্ছে যা আশাতীত।