হরিণাকুণ্ডুতে খাটলাপতাকে কেন্দ্র করে ৩ জন আহত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপূর গ্রামে ব্যপারীপাড়ায় দোকানে খাটলাপাতাকে কেন্দ্রকরে গোলযোগে একই পরিবারের ৩জন আহত হয়েছে ।
আহতরা ঐ গ্রামের রুহুল মালিতার ছেলে পলাশ (২০), মৃত তিজারত মালিতার ছেলে রুহুল মালিতা ও তার স্ত্রী চাইনা বেগম বর্তমানে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে , এদের মধ্যে রুহুল মালিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের স্বজন মুনিব আলীর পুত্র রিপন সহ অন্যরা জানায় বুধবার বিকালে ঐ গ্রামের ব্যাপারী পাড়ায় বাবু শাহ্ এর দোকানে খাটলা পাতার স্থান নিয়ে বিতর্কের এক পর্যায়ে পাশে টুলুর জমিতে খাটলা পাততে গেলে ঝন্টু , মজিবর, জাহিদ , তৈফিক সহ কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়ে আহত করে ।
এব্যপারে হরিণাকুণ্ডু থানায় আহতদের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে ।
অপর দিকে আহতদের পরিবার থেকে জানাগেছে কুষ্টিয়ায় চিকিৎসাধীন রুহুল মালিতার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হচ্ছে। এঘটনায় থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর সাথে কথা বললে জানান অভিযোগ পেয়েছি তদন্তভিত্তিক আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।