কোটচাঁদপুরজানা-অজানাটপ লিড

দেশের একমাত্র লকডাউন ফ্রী জেলার নাম ঝিনাইদহ

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

লকডাউন মুক্ত হিসাবে দেশের ১মাত্র জেলা হিসাবে ঝিনাইদহ জেলাকে ঘোষনা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েব সাইেট এ তথ্য উঠে এসেছে। সারা বাংলাদেশে কেবলমাত্র ঝিনাইদহ জেলায় লকডাউন নেই। ইতিপূর্বে কখনোই জেলা বা জেলার কোন উপজেলা লকডাউন ছিল না।

ঝিনাইদহ জেলায় ৬টি উপজেলা রয়েছে। এখানকার জনসংখ্যা প্রায় ১৭লাখ। জেলায় আজ নতুন করে ১জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫জন। জেলায় এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১২শ ৫০ জনের মতো।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা: প্রসেঞ্জিৎ বিশ্বাস জানান, যেহেতু ইতিপূর্বে ঝিনাইদহ লকডাউন ছিল না এবং সুস্থ্যতার হার বেশী, এসব বিবেচনায় নতুন করে একমাত্র জেলা হিসাবে ঝিনাইদহ কে লকডাউন মুক্ত রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button