ঝিনাইদহ সদর

ঝিনাইদহ আম্ফানে মৎস্যখাতে ব্যপকক্ষতি

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

সুপার সাইক্লোন আম্ফানে ঝিনাইদহ মৎস্যখাতে ব্যপকক্ষতি হয়েছে। পাড়ভেঙে প্লাবিত, অতিরিক্ত পানিতে পুকুরের পাড় তলিয়ে মাছ এবং অবকাঠামোর প্রায় ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা পরিমান ক্ষতি সাধিত হয়েছে। জেলা মৎস্য বিভাগ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার বলেন, ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। এছাড়া কিভাগে এ ক্ষতি চাষিরা পুরণ করে স্বাভাবিকে ফিরে আসতে পারেন, সে সকল বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।

বিভাগীয় মৎস্য উপ-পরিচালক নারায়ণ চন্দ্র মন্ডল বলেন, বিভাগে ৩১ উপজেলায় ২৮৪ কোটি ৪৬ লাখ ৯’হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যার মধ্যে ৬৪ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার সাদা মাছ, ১৮৮ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকার চিংড়ি মাছ, ৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার সাদা মাছের পোনা, ১৫ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার চিংড়ি পোনা (পিএল), ১ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার কুচিয়া ও কাকড়া এবং ১০ কোটি ৯৪ লাখ টাকার আবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে ৮’হাজার ৯২৮ টি পুরকুর ও দিঘি রয়েছে। যার জমির পরিমান ১’হাজার ৫৯২ দশমিক ১২ হেক্টর। এসকল বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button