ঝিনাইদহের কৃতি সন্তান রাহাত আনোয়ার

ঝিনাইদহের চোখঃ
মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব হিসেবে যোগদান করলেন শৈলকুপার কৃতি সন্তান রাহাত আনোয়ার। গতকাল বাংলাদেশ টেলিভিশনের পরিচালক পদ থেকে তিনি বিদায় গ্রহণ করেন।
শৈলকুপার সন্তান, রাহাত আনোয়ার ১৯৬৫ সালের ২৯ জানুয়ারি শৈলকুপার উমেদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
তিনি যশোর জেলা স্কুল থেকে এস এস সি এবং এম এম কলেজ যশোর থেকে এইচ এস সি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৩ তম বি সি এস এ ক্যাডার হিসেবে তিনি প্রশাসনে যোগদান করেন।
অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে দ্বায়িত্ব পালন করে চলেছেন। সিলেট এর জেলা প্রশাসক থাকা অবস্থায় যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক হিসাবে পদায়িত হন। তিনি এক বছরের বেশী সময় এ দ্বায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রংপুর এর জেলা প্রশাসক ছিলেন।
বর্তমান কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসাবেও তিনি সুনামের সাথে দ্বায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।
শৈলকুপার এই সন্তানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।