ক্যাম্পাস
‘আমাদের শৈলকুপা’ সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর ৩ টায় ‘চলো সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘আমাদের শৈলকুপা’ এর উদ্যোগে ২য় বারের মত ১১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি।
সভায় বক্তব্য রাখেন আমাদের শৈলকুপার সহ সভাপতি আবু শাহীন, সমাজ সেবা সম্পাদক আনিচুর রহমান, সহ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জি: নাজমুল আলম খসরু। সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি এ্যাড. এম লিটন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।