শোক দিবসে আরাপপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে খাদ্য বিতরণ

#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
সকালে স্কুল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসনের র্যালির সাথে যোগ দিয়ে শহর প্রদক্ষিন করে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ করে।
এরপর রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে খাবারের প্যাকেট বিতরন কার হয়।
এরপর স্কুলের পাশে দরিদ্র শিশুদের মাঝেও এসব খাবার দেওয়া হয়। আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এসব খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক উম্মে সালমা, আনোয়ারা খাতুন, সাহিদা বুলবুল, রেশমা খানম, মুসলিমা সুলতানা, মোঃ মাসুদ আখতার, সুরাইয়া সুলতানা, তাহেরা পারভীন, সালমা পারভীন, শাহীনা পারভীন ও শামীমা সুলতানা।