শৈলকুপা

শৃঙ্খলা ফেরাতে শৈলকুপায় ট্রাফিক পুলিশের অভিযান

টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-

সড়ক দুর্ঘটনা রোধ, অবৈধ হর্ণ অপসারণ, ট্রাকের গতিরোধ ব্যবস্থা ও টিনেজারদের বেপরোয়া মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কবিরপুর তিন রাস্তা মোড়, নতুন ব্রিজ এলাকা, শিক্ষা অফিস মোড় ও ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে বড়দা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা ট্রাফিক ইনচার্জ মোঃ কে সালাহউদ্দিনের নেতৃত্বে ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সার্জেন্ট নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়া এসআই হাদিউজ্জামানের নেতৃত্বে শৈলকুপা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

অভিযান সম্পর্কে জেলা ট্রাফিক ইনচার্জ বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহন ও রাস্তা দখল করে অবৈধ পার্কিং রোধে এ অভিযান করা হচ্ছে। তিনি আরো বলেন, বিশেষ করে উঠতি বয়সী তরুণদের হেলমেট বিহীন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে জোর তাগিদ দেওয়া হয়েছে।

অভিযানে বেশ কিছু রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, হেলমেট না থাকা, মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও বাসের স্পিডগানের মাধ্যমে গতি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া শ্রবণশক্তির মারাত্মক ক্ষতি করে এধরনের বাস ও ট্রাক থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button