হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে ১১ বিট পুলিশে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ

এইচ মাহবুব মিলু , ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
সমগ্র বাংলাদেশের নেয় একযোগে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১১টি বিট পুলিশ কার্যালয়ে ” নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে তারই অংশ হিসাবে পৌরসভার তিনটি বিট পুলিশ সহ আট ইউনিয়নের বিট পুলিশ কার্যালয়ে সমাবেশে নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিতে অবহিতকরণ সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও বিট অফিসার এস,আই বিস্বজিৎ পাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (হরিণাকুন্ডু শৈলকুপা) সার্কেল আরিফুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু ।

এসময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী ফারুক হোসেন , প্যনেল মেয়র খায়রুল ইসলাম , প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু , নারী সমাজকর্মী ললিতা কর্মকার , মাজেদা খাতুন ।

উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সাইফুল ইসলাম , পৌর কাউন্সিলর সুভঙ্কর বিস্বাস , আনিচুর রহমান লিটন , তৌফিকুল ইসলাম। তিন বিট পুলিশ এর আওতায় নয় ওয়ার্ডের যুবনারী , গৃহীনিরা এ সভায় অংশগ্রহন করেন ।

এসময় সভার প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা উপস্থিত নারীদের নিরাপত্তা বজায় রেখে সচ্ছভাবে চলার পরামর্শ দেওয়া সহ বিট পুলিশিং এর মাধ্যমে সকল ধরণের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button