গ্রামের কাগজের সম্পাদক প্রকাশকের বিরুদ্ধে মামলা হওয়ায় শৈলকুপা প্রেসক্লাবে নিন্দা
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি, দৈনিক যশোরের সম্পাদক ও প্রকাশক জাহিদ আসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলামের নামে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়ের হওয়ায় নিন্দার ঝড় উঠেছে শৈলকুপা প্রেসক্লাবে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকবৃন্দ অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমদের সময়ের উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, ডিবিসি টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবে সহ সভাপতি নয়াদিগন্ত প্রতিনিধি মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল জাব্বার, মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, খবরপত্রের উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, দৈনিক যশোরের শৈলকুপা প্রতিনিধি নোমান পারভেজ প্রমূখ।